ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Sharenews24

চার বহুজাতিক শেয়ারে বড় ঝড়—বিনিয়োগকারীদের উদ্বেগ

২০২৫ নভেম্বর ১৪ ২২:৩৬:৩৩
চার বহুজাতিক শেয়ারে বড় ঝড়—বিনিয়োগকারীদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর বাজার মূলধনে এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের পতন দেখা গেছে। চলতি মাসের ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর শীর্ষ বাজার মূলধনের তালিকা পর্যালোচনায় দেখা যায়, শীর্ষ ১০ কোম্পানির সম্মিলিত বাজার মূলধনে কমেছে ২১৯ কোটি ৮৮ লাখ টাকা।

এর মধ্যে শীর্ষ চার বহুজাতিক কোম্পানির ক্ষতিই ছিল সবচেয়ে বেশি। এসব কোম্পানি হলো—গ্রামীণফোন-জিপি, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং বার্জার পেইন্টস।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় লোকসান হয়েছে রবি আজিয়াটার, যা এক সপ্তাহে হারিয়েছে ১০৪ কোটি ৭৬ লাখ টাকার বাজার মূলধন। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার ছিল ২৯ টাকা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে নেমে আসে ২৭ টাকায়।

এরপর রয়েছে গ্রামীণফোন, যার বাজার মূলধন কমেছে ৭৫ কোটি ৬২ লাখ টাকা। একই সময়ে এর শেয়ারদর ২৮২ টাকা ৮০ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ২৭৭ টাকা ২০ পয়সায়।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এক সপ্তাহে হারিয়েছে ৩৮ কোটি ৩৪ লাখ টাকার বাজার মূলধন। ৬ নভেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ২৪৭ টাকা ৫০ পয়সায়, যা ১৩ নভেম্বর নেমে আসে ২৪০ টাকা ৪০ পয়সায়।

অন্যদিকে, বার্জার পেইন্টস সপ্তাহজুড়ে হারিয়েছে ৮ কোটি ৪৮ লাখ টাকার বাজার মূলধন। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ারদর ছিল ১৪১৯ টাকা ৫০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের বৃহস্পতিবার নেমে এসেছে ১৪০১ টাকা ২০ পয়সায়।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে