ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Sharenews24

পাঁচ দিনের মাথায় গাজীপুরে ফের নতুন ডিসি

২০২৫ নভেম্বর ১৪ ১৯:৩১:০২
পাঁচ দিনের মাথায় গাজীপুরে ফের নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) পদে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও পরিবর্তন এসেছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মো. আজাদ জাহানের স্থলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে (১৩ নভেম্বর) এই নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে ৮ নভেম্বর ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরের ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে তার দায়িত্ব গ্রহণের আগেই নতুন নিয়োগ হয়েছে। একই দিনে বিদায়ী ডিসি নাফিসা আরেফিনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

মোহাম্মদ আলম হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। এর আগে ২০২১ সালে সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। তিনি ময়মনসিংহের বাসিন্দা এবং যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

উল্লেখ্য, মো. আজাদ জাহানের আগে পঞ্চগড়ের ডিসি হিসেবে দায়িত্বকালীন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং একটি ভিডিও ভাইরাল হওয়ার কারণে তার নিয়োগ নিয়ে প্রশাসনের মধ্যে নানা আলোচনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অবৈধভাবে মাছের ঘের তৈরির অভিযোগও রয়েছে।

নতুন জেলা প্রশাসকগণ আগামী ১৭ নভেম্বর ঢাকায় ব্রিফিং শেষে নিজ নিজ জেলায় যোগদানের সম্ভাবনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে