ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Sharenews24

আবারও দুই মাসে চার ডিসি বদলি

২০২৫ নভেম্বর ১৪ ১৫:২৬:৫৪
আবারও দুই মাসে চার ডিসি বদলি

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) পদে আবারও পরিবর্তন এসেছে। মাত্র ২৪ দিন আগে দায়িত্ব নেওয়া সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হয়ে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রামের বর্তমান ডিসি সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ারে মাত্র ২০ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চারজন উপসচিবের পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, এই ক্রমিক পরিবর্তনের ফলে প্রশাসনে অস্থিরতা তৈরি হয়েছে।

আগের তিন পরিবর্তনের টাইমলাইন এইরকম: ২১ সেপ্টেম্বর তৎকালীন ডিসি ফরিদা খানমকে বদলি করা হয়। ২২ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি করা হলেও তিনি যোগ দেননি। ১৬ অক্টোবর ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়। ১৯ অক্টোবর তিনি দায়িত্ব গ্রহণ করেন। ১৩ নভেম্বর নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সরিয়ে জাহেদুল মিঞাকে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসনের কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

একই প্রজ্ঞাপনে আরও কয়েকজন উপসচিবকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরে এস এম মেহেদী হাসান, মুন্সীগঞ্জে সৈয়দা নূর মহল আশরাফী, নেত্রকোনায় মো. সাইফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে মো. শাহাদাত হোসেন মাসুদ, নওগাঁয় মোহাম্মদ সাইফুল ইসলাম, খাগড়াছড়িতে মো. আনোয়ার সাদাত, কুমিল্লায় মু. রেজা হাসান এবং নারায়ণগঞ্জে রায়হান কবির এই দায়িত্ব পেয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে