ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Sharenews24

তিন উপদেষ্টাকে সরাতে চূড়ান্ত সিদ্ধান্ত জামায়াতের!

২০২৫ নভেম্বর ১৪ ১৫:০৭:৪৬
তিন উপদেষ্টাকে সরাতে চূড়ান্ত সিদ্ধান্ত জামায়াতের!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে তাদের বিকল্প নাম সরকারের কাছে জমা দেবে দলটি। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দলের যৌথ সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ ঘোষণা দেন।

তাহের অভিযোগ করেন, সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দিচ্ছেন এবং এক বিশেষ দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন তিনি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত। কারণ গণভোট ও জাতীয় নির্বাচন দুটি ভিন্ন প্রক্রিয়া। একই দিনে আয়োজন করা হলে গণভোটের গুরুত্ব কমে যাবে এবং সাধারণ মানুষ এতে আগ্রহ হারাতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের চাপে নতি স্বীকার করেই জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে