ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Sharenews24

লকডাউন নয়, এই ভাষণ শোনার জন্য মানুষ ঘরে ছিল

২০২৫ নভেম্বর ১৪ ১১:৫৬:০৭
লকডাউন নয়, এই ভাষণ শোনার জন্য মানুষ ঘরে ছিল

নিজস্ব প্রতিবেদক: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, রাস্তায় আজকের অবস্থা ফাঁকা ছিল কোনো লকডাউনের কারণে নয়, বরং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ শোনার জন্য মানুষ ঘরে ছিলেন।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় মাসুদ কামাল বলেন, “প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে একটি ভাষণ দিয়েছেন, কিন্তু সুনির্দিষ্ট সময় আগে জানানো হয়নি। আমি সকাল থেকে জানতে পারিনি ঠিক কখন ভাষণটি হবে। এর আগে কখনো দেখিনি যে, সরকারের পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ ভাষণের সময় জাতিকে জানানো হয়নি।”

তিনি আরও বলেন, “কেউ বলছিলেন ভাষণ শোনার জন্যই রাস্তায় মানুষ ও যানবাহন কম ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো সরকারের অন্য কোন অনলাইন আহ্বান থাকায় এমন হয়েছে, কিন্তু পরে বোঝা গেল, মূলত প্রধান উপদেষ্টার ভাষণ শোনার আগ্রহেই মানুষ ঘরে ছিলেন।”

মাসুদ কামাল জানান, আড়াইটার সময় সেই ভাষণ প্রচারিত হয়। ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণভোট নির্বাচনের দিন হবে। এছাড়া উচ্চকক্ষের নির্বাচিত ১০০ জন সদস্য সারাদেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন। অর্থাৎ, জামায়াতসহ অন্যান্য দলগুলো যে অনুপাতে চেয়েছিল, সেই অনুযায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

তিনি বলেন, “এখন এই ঘোষণা হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কেমন হবে, তা আগামী দিনগুলোতে দেখা যাবে। তবে প্রথম দিকের প্রতিক্রিয়ায় কেউই খুশি দেখায়নি—না জামায়াত, না এনসিপি, না বিএনপি। মনে হচ্ছে এই আনহ্যাপিনেসটা মূলত লোক দেখানো। কেউ কেউ হয়তো হ্যাপি, কিন্তু প্রকাশ করতে চায় না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে