ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Sharenews24

গণভোটে ‘না’ জয়ী হলে দেশের ভবিষ্যৎ কি অনিশ্চিত?

২০২৫ নভেম্বর ১৪ ১১:৩৫:৩০
গণভোটে ‘না’ জয়ী হলে দেশের ভবিষ্যৎ কি অনিশ্চিত?

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক আলতাফ পারভেজ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের বিষয়গুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তেমন প্রভাব ফেলবে না। তিনি বলেন, শিক্ষাব্যবস্থা, ভূমি সংস্কার বা সরকারের সিদ্ধান্তের মতো বিষয়গুলো সাধারণ মানুষকে সরাসরি বিরক্ত করবে না। মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে উত্তেজনা থাকবে।

আলতাফ পারভেজ আরও উল্লেখ করেছেন, বিএনপির ভিন্ন মতের কিছু বিষয় গণভোটে অন্তর্ভুক্ত হয়েছে। যদি হ্যাঁ ভোট জয়ী হয় এবং সংসদে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পায়, তাহলে তারা সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারবে। এছাড়া উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রয়োজনীয় পরিবর্তনও বাস্তবায়ন করা সম্ভব।

গণভোটের বিষয়গুলো ভবিষ্যতে পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই আদেশ এবং গণভোট সংক্রান্ত বিষয়ে এখনো কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ভোটের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে, নতুন সরকার তা অনুযায়ী কাজ করবে। ভবিষ্যতে এই বিষয়ে আরও আলোচনা হবে এবং সবকিছু পরিষ্কার হবে।”

সংক্ষেপে, গণভোটে ‘না’ বিজয়ী হলেও তা পরবর্তী সরকারের জন্য তেমন কোনো বাস্তব বাধা সৃষ্টি করবে না, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা ও আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে