ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

দুই উৎসে আয় বেড়ে বিএসসি’র রেকর্ড মুনাফা

২০২৫ নভেম্বর ১৩ ০০:৩৬:৪৩
দুই উৎসে আয় বেড়ে বিএসসি’র রেকর্ড মুনাফা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ২০২৪-২৫ অর্থবছরে শক্তিশালী আর্থিক ফলাফল অর্জন করেছে। কোম্পানিটির বার্ষিক মুনাফা আগের বছরের তুলনায় ২২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। মূলত দুটি উৎস থেকে আয় বৃদ্ধি পাওয়ায় এই প্রবৃদ্ধি এসেছে—ক্ষতিগ্রস্ত দুটি জাহাজ বিক্রি থেকে এককালীন লাভ এবং আন্তর্জাতিক বাজারে মালবাহী শিপের ভাড়ার হার বৃদ্ধি।

বিএসসি জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত দুটি জাহাজ বিক্রি করে প্রায় ৫০ কোটি টাকা নগদ মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৩-২৪ অর্থবছরের ১৬ টাকা ৩৭ পয়সা থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সায়।

বিক্রির পাশাপাশি আন্তর্জাতিক শিপিং ভাড়ার হার বৃদ্ধি বিএসসি’র নিট মুনাফা আরও ৫৭ কোটি টাকা বাড়িয়েছে। এই অর্থবছরে কোম্পানিটি আগের বছরের তুলনায় মোট ৩০৭ কোটি টাকা বেশি আয় করেছে। বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের চাহিদা বাড়ার ফলে মালবাহী জাহাজের ভাড়া স্থিতিশীলভাবে বৃদ্ধি পায়, যা কোম্পানির আয়ে সরাসরি প্রভাব ফেলেছে।

টানা কয়েক বছর ধরে কোম্পানিটি পুরানো জাহাজ লিজ নিয়ে পরিবহন সেবা প্রদান করে আসছে। এই কৌশল অপ্রত্যাশিতভাবে ভালো ফল দিয়েছে বলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া, আর্থিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে বিএসসি শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪-২৫ অর্থবছরে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা আগের বছরের সমান।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাণিজ্যের গতি পুনরুদ্ধার এবং কোম্পানির কার্যকর সম্পদ ব্যবস্থাপনা বিএসসি’র জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে