ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

প্রথম প্রান্তিকে ওয়ালটনের নতুন রেকর্ড

২০২৫ নভেম্বর ১৩ ০০:১৯:৫১
প্রথম প্রান্তিকে ওয়ালটনের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ৪৮ শতাংশ মুনাফা বৃদ্ধি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ২২১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৪৯ কোটি টাকা। বিক্রি বৃদ্ধি ও আর্থিক খরচ কমে যাওয়ায় কোম্পানিটি এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি প্রান্তিকে ওয়ালটনের বিক্রি বেড়েছে ১৯ শতাংশ, যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৫১ কোটি টাকায়। অন্যদিকে, অর্থায়ন ব্যয় ৬৫ শতাংশ হ্রাস পেয়ে ৩৮ কোটি ১০ লাখ টাকায় নেমে এসেছে। স্বল্পমেয়াদি ঋণ কমিয়ে আনা ও মুদ্রার অবমূল্যায়নের প্রভাব সীমিত থাকায় এ খরচ কমেছে।

গত জুনে কোম্পানির মোট ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৭৮৮ কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ১ হাজার ২১৫ কোটি টাকায়। বিক্রয় ও বিতরণ খরচ অবশ্য ১৭ শতাংশ বেড়েছে, কারণ কোম্পানিটি বিক্রি বাড়াতে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে।

প্রান্তিক শেষে কোম্পানির প্রতি শেয়ার আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯২ পয়সা। কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, রপ্তানি আয় বৃদ্ধি, অর্থ সংগ্রহের দক্ষতা ও খরচ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকায় এই প্রবৃদ্ধি এসেছে।

বর্তমানে ওয়ালটন দেশীয় বাজারে ইলেকট্রনিক ও গৃহস্থালী পণ্যের শীর্ষ ব্র্যান্ড। স্থানীয় রেফ্রিজারেটর বাজারে কোম্পানিটির দখল প্রায় ৭৫ শতাংশ এবং টেলিভিশন বাজারের প্রায় অর্ধেক। দেশীয় উৎপাদনের পাশাপাশি কোম্পানিটি ৫০টিরও বেশি দেশে রপ্তানি করছে।

গত অর্থবছরে (২০২৪-২৫) ওয়ালটনের বার্ষিক মুনাফা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ কমে ১ হাজার ৩৭ কোটি টাকায় দাঁড়ায়। বিক্রি কমে দাঁড়ায় ৭ হাজার ৮২৮ কোটি টাকায়। রাজনৈতিক অস্থিরতা ও ভোক্তা চাহিদা হ্রাস এর অন্যতম কারণ বলে কোম্পানিটি জানিয়েছে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে