ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

সাবেক মন্ত্রীর বাসে পুলিশি ধাওয়া, সাতজন আটক

২০২৫ নভেম্বর ১২ ১৯:২৩:০৮
সাবেক মন্ত্রীর বাসে পুলিশি ধাওয়া, সাতজন আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ অভিযান চালায়। এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, কয়েকজন এখানে আগামী বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য জড়ো হচ্ছেন—একটি ফেসবুক পোস্টের ভিত্তিতে এই তথ্য আসে। পুলিশের অভিযানে বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্সও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, “ছাত্রলীগের কিছু সদস্য অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অবস্থান করছে বলে তথ্য পেয়েছি। আটককৃতদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে