ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

সাফ কবলা দলিলে ফ্ল্যাট-জমিতে সরকারী নতুন নিয়ম

২০২৫ নভেম্বর ১২ ১৭:২১:৫৯
সাফ কবলা দলিলে ফ্ল্যাট-জমিতে সরকারী নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: সরকারি পদক্ষেপে সাফ কবলা দলিলে বিক্রি হওয়া ফ্ল্যাট বা জমি হস্তান্তরে ডেভেলপারদের ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বুধবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিয়েল এস্টেট ডেভেলপাররা সাফ কবলা দলিলমূলে বিক্রি ও হস্তান্তরিত জমি বা ফ্ল্যাটের পুনঃবিক্রয় বা হস্তান্তরকালে বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনের নামে ক্রেতাদের কাছ থেকে কোনো অর্থ আদায় করতে পারবেন না। এমন কোনো ধরণের ফি নেওয়া আইনবহির্ভূত।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়মের উদ্দেশ্য হলো ক্রেতা-বিক্রেতাদের হয়রানি ও অর্থনৈতিক দুর্ভোগ দূর করা।

যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই প্রজ্ঞাপন অমান্য করে অর্থ আদায় করে, তাহলে তার বিরুদ্ধে ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১’ অনুযায়ী এবং অন্যান্য সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে