ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

শেষ পর্যন্ত যা ঘটল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার সঙ্গে

২০২৫ নভেম্বর ১২ ১৭:০৫:৫৩
শেষ পর্যন্ত যা ঘটল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার সঙ্গে

নিজস্ব প্রতিবেদক: দুই দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইম রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

রাজধানীর মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রোমন বলেন,“নাঈম রহমান নিজে থেকেই আত্মগোপনে গিয়েছিলেন। তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে অধিক মুনাফার আশায় অনলাইন জুয়া এবং হোয়াটসঅ্যাপ–টেলিগ্রামের নানা গ্রুপে বিনিয়োগ করেছিলেন। কিন্তু টাকা ফেরত না পেয়ে মানসিক চাপে পড়ে আত্মগোপনে যান।”

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে মাদারীপুরের ওই হোটেল থেকে উদ্ধার করে নাঈম রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।নাঈমের মা বলেন,“ছেলেকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। আমরা এখনও কিছু জানতে চাইনি, ওর মানসিক অবস্থা ভালো নয়।”

এর আগে গত রোববার (৯ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে নিখোঁজ হন নাঈম রহমান।তিনি মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঘটনার পরদিন তার বাবা সাজ্জাদ রহমান জলি মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।পুলিশ জানায়, সেদিন অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান নাঈম রহমান, এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না।

সম্প্রতি দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে অনলাইন জুয়া ও বিনিয়োগ প্রতারণার ফাঁদে পড়ার ঘটনা বেড়ে চলেছে।সাইবার পুলিশ বলছে, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে গড়ে ওঠা এসব “বিনিয়োগ গ্রুপ” আসলে বৈদেশিক জুয়া ও ক্রিপ্টো স্ক্যাম চক্রের অংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে