ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

সালমান শাহর শ্বশুরের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ!

২০২৫ নভেম্বর ১২ ১৬:০৭:১৮
সালমান শাহর শ্বশুরের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলামের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠতে থাকায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। জাহানারা আলমের অভিযোগের পর এবার মুখ খুলেছেন সাবেক জাতীয় নারী ক্রিকেটার রেশমা আক্তার আদুরি।

রেশমা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর শ্বশুর ও নারী দলের সাবেক ম্যানেজার শফিকুল হক হীরার বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

রেশমা বলেন,“জাহানারা মুখ খোলার পর মনে হলো, আমারও বলা উচিত। জাতীয় দলে জায়গা পাওয়া একজন মেয়ের আজীবনের স্বপ্ন। অথচ সেই পর্যায়ে গিয়েও কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়। প্রতিবাদ করলে ক্যারিয়ার শেষ হয়ে যায় — এই ভয়েই অনেকে চুপ থাকে।”

তিনি আরও জানান,“নারী দলের প্রায় ৯৯ শতাংশ ক্রিকেটারই জীবনের কোনো না কোনো পর্যায়ে কুপ্রস্তাবের শিকার হয়েছেন। মনোয়ার আনিস খান দায়িত্ব ছাড়ার পর থেকে নারী বিভাগের প্রধান থেকে শুরু করে ইনচার্জ পর্যন্ত ৮০ শতাংশই পুরুষ, এবং এদের অনেকেই মেয়েদের উত্ত্যক্ত করেছেন।”

অভিযোগের তালিকায় রয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরী এবং খেলাঘর ক্লাবের রুহুল আমিন। রেশমার দাবি, এদের কুপ্রস্তাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের অনেক তরুণী ক্রিকেটার।

তিনি আরও বলেন,“নারী ক্রিকেটে চলছে এক ভয়াল সংস্কৃতি। সামান্য প্রতিবাদ করলেই ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।”

রেশমা কক্সবাজার ক্যাম্পের একটি ঘটনার উদাহরণ টেনে বলেন,“খাবারের মান নিয়ে অভিযোগ করায় ক্রিকেটার লতা মণ্ডলকে ২০ দিনের জন্য সাসপেন্ড করেছিলেন তৎকালীন ম্যানেজার শফিকুল হক হীরা। খাবার নিয়ে যদি এমন প্রতিশোধ নেওয়া হয়, তাহলে যৌন হয়রানির বিষয়ে কেউ মুখ খুলবে কিভাবে?”

এর আগে জাতীয় দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন, যা নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তোলপাড় চলছে।

উল্লেখ্য, শফিকুল হক হীরা প্রয়াত নায়ক সালমান শাহর শ্বশুর এবং নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ছিলেন। বর্তমানে বিসিবির পক্ষ থেকে এসব অভিযোগ যাচাইয়ে তদন্তের দাবি উঠেছে ক্রিকেট মহলে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে