ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

একসঙ্গে স্পট মার্কেটে ১৮ কোম্পানির লেনদেন

২০২৫ নভেম্বর ১২ ১৫:৪৩:০৮
একসঙ্গে স্পট মার্কেটে ১৮ কোম্পানির লেনদেন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮টি কোম্পানির শেয়ার আগামী দুই কর্মদিবস—১৩ ও ১৬ নভেম্বর—স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই দুই দিনে বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার শুধুমাত্র নগদ অর্থ দিয়ে কিনতে পারবেন (ম্যাচিউরড সেটেলমেন্ট)।

ডিএসই সূত্রে আরও জানা যায়, শেয়ারহোল্ডারদের লেনদেনের ঝুঁকি কমাতে এই সময়ে স্পট মার্কেট ব্যবস্থার আওতায় কোম্পানিগুলোর শেয়ার বিক্রি ও ক্রয় করা হবে।

এই ১৮ কোম্পানি হলো – কাসেম ইন্ড্রাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, বিবিএস, এনার্জিপ্যাক পাওয়ার, তিতাস গ্যাস, সোনালী পেপার, রেনেটা, রংপুর ফাউন্ট্রি, রহিম টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, এমএল ডাইং, এমজেএল বিডি, মালেক স্পিনিং, জেএমআই সিরিঞ্জ, ইফাদ অটোস, হাক্কানী পাল্প, এডিএন টেলিকম এবং এএমসিএল (প্রাণ)।

ডিএসই সূত্রে আরও জানানো হয়, স্পট মার্কেট লেনদেনের পর ১৭ নভেম্বর কোম্পানিগুলোর রেকর্ড ডেট পূর্বনির্ধারিত রয়েছে। ওইদিন এই কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে