ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

২০২৫ নভেম্বর ১২ ১৫:৩৩:৫০
শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২১ অতিরিক্ত বিচারপতি বুধবার (১২ নভেম্বর) স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এবং আদালতের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে অসুস্থতার কারণে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এদিন শপথ নেননি।

এর আগে গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে নিম্নবর্ণিত ২২ বিচারপতিকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

স্থায়ী নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের তালিকা: মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন এবং শিকদার মাহমুদুর রাজী।

২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগে দুই বছরের জন্য মোট ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী স্থায়ী নিয়োগের তালিকায় স্থান পাননি, যদিও তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে