ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

‘যে বাসে আগুন দিবে, সেই আগুনেই তাকে ফেলতে হবে’

২০২৫ নভেম্বর ১২ ১৫:২৫:৫০
‘যে বাসে আগুন দিবে, সেই আগুনেই তাকে ফেলতে হবে’

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার এক পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় ভাইরাল হয়েছে। ওই বক্তব্যে তিনি বলেছেন, “কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনেই ফেলে দেবেন”—এমন ভাষ্য গণমাধ্যমেই ছড়িয়েছে।

ভাইরাল হওয়া ক্লিপটির সূত্রানুসারে এই বক্তব্যটি তিনি ২০২৩ সালের নভেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন। সেখানে তিনি অগ্নিসন্ত্রাস প্রতিরোধ ও স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, অগ্নিসন্ত্রাকারীদের আটক করে আইনের আওতায় আনতে হবে—একই সঙ্গে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর কথা বলেন।

ভিডিও বা বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট সামাজিক মাধ্যমে তাৎক্ষণিকভাবে ছড়ালে বিভ্রান্তি বা কেটে-ছাঁটা অংশ নিয়ে ভিন্ন অর্থ দেওয়া যেতে পারে; ফলে বিষয়টি যাচাইযোগ্য সূত্রের সঙ্গে দেখা না হলে পুরো বক্তব্য ও প্রসঙ্গ বিবেচনা করা উচিত বলে বিশেষজ্ঞরা বলছেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে ভাইরাল ক্লিপ সম্পর্কে কোনো আলাদা মন্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে