ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

রূপালী ব্যাংকের সাবেক এমডিসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

২০২৫ নভেম্বর ১২ ১৫:১৫:২১
রূপালী ব্যাংকের সাবেক এমডিসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক: স্ত্রী–সন্তানসহ রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন—ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্ত্রী মর্জিনা বেগম (মুনমুন মাসুদ), ছেলে জুনায়েদ জুলকার নায়েন ভিয়ান ও জুলুন সাফওয়ান, এবং মেয়ে তাসমিয়া তারাল্গুন নাওমী।

দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম আদালতে আবেদন দাখিল করে জানান, ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ঋণ অনুমোদনের মাধ্যমে ব্যক্তিগত কাজে অর্থ ব্যবহার, বিশেষ করে পুত্রের বিদেশে পড়াশোনার খরচ মেটাতে ব্যাংকের অর্থ ব্যবহার করেছেন।

আবেদনে আরও বলা হয়, তিনি ও তার পরিবারের সদস্যরা অজানা উৎস থেকে অর্থ গ্রহণ, অচল প্রতিষ্ঠানসমূহে টাকা স্থানান্তর এবং তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ অর্থ গ্রহণসহ নানা অনিয়মে জড়িত। এসব কার্যক্রম অর্থপাচার ও মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট।

দুদক জানিয়েছে, ইতোমধ্যে তার দুই সন্তান বিদেশে অবস্থান করছেন, তাই তিনি ও পরিবারের অন্য সদস্যরাও দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

একই দিন আদালত অ্যালায়েন্ট এনার্জি সল্যুউশন (বিডি) লিমিটেডের এমডি কাজী হাসান শরীফের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছেন।

দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান জানান, কাজী হাসান শরীফের বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তদন্ত চলছে। অনুসন্ধান চলাকালে তিনি দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে