ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

ফিনল্যান্ডে রেনেটার নতুন ওষুধ বাজারজাত

২০২৫ নভেম্বর ১২ ১২:৩৪:০৭
ফিনল্যান্ডে রেনেটার নতুন ওষুধ বাজারজাত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপের নরডিক অঞ্চলে তাদের নতুন পণ্য এমানটেডিন ক্যাপসুল সফলভাবে উন্মোচন করেছে। কোম্পানিটি জানিয়েছে, ফিনল্যান্ডে ‘পার্কাডিন’ নামে ১০০ মিলিগ্রাম এমানটেডিন ক্যাপসুল চালু করা হয়েছে, যা দেশটিতে প্রথম এবং একমাত্র নিবন্ধিত জেনেরিক ওষুধ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি ডেনমার্ক, সুইডেন ও নরওয়েতেও একইসঙ্গে পণ্যটি উন্মুক্ত করা হয়েছে।

রেনাটার নতুন এই ওষুধটি উৎপাদন করা হয়েছে কোম্পানির রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিতে, যা ইউরোপিয়ান জিএমপি অনুমোদনপ্রাপ্ত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এমানটেডিন মূলত পার্কিনসন্স রোগের লক্ষণগত চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এটি মনোথেরাপি হিসেবে অথবা লেভোডোপা-এর সঙ্গে সংমিশ্রণেও প্রয়োগযোগ্য।

রেনাটার মতে, ইউরোপের এই বাজারে প্রবেশ তাদের বৈশ্বিক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কোম্পানিটি বলেছে, ‘এই উন্মোচন আমাদের আন্তর্জাতিক উপস্থিতিকে আরও দৃঢ় করবে এবং বিশ্বজুড়ে উচ্চমানের ও সহজলভ্য ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন গতি আনবে।’

বিশ্লেষকরা মনে করছেন, নরডিক বাজারে এই সাফল্য রেনাটার জন্য ইউরোপে আরও নতুন রপ্তানি সম্ভাবনা তৈরি করবে এবং বাংলাদেশের ওষুধ শিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও বাড়াবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে