ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৯:২৪:৫২
স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব বেসরকারি স্কুল ও কলেজে পরিচালনা পর্ষদের সভাপতি পদে এখন থেকে শুধুমাত্র সরকারি চাকরিজীবী (নবম গ্রেড ও এর ঊর্ধ্বে) অথবা একই গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তারাই থাকতে পারবেন—এমন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই পরিবর্তনের ফলে সভাপতি পদে সাধারণ নাগরিক, রাজনৈতিক ব্যক্তি বা অন্য পেশাজীবীদের আর মনোনয়ন দেওয়া যাবে না।

সভাপতি হতে পারবেন:নবম গ্রেড বা তার ঊর্ধ্বে চাকরিরত সরকারি কর্মকর্তা,পঞ্চম গ্রেড বা তার ঊর্ধ্বে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা,সভাপতি হতে প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিচালনা কমিটি গঠন করতে হবে। অন্যথায় বর্তমান অ্যাডহক কমিটিগুলোর কার্যকারিতা ১ ডিসেম্বর থেকে বাতিল বলে গণ্য হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির বলেন:“বর্তমান নিয়মে শুধুমাত্র সভাপতি পদের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। অন্য সদস্য পদগুলো আগের মতোই রয়েছে। সভাপতি পদের জন্য সরকারি কর্মকর্তা অথবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে বেছে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।”

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর,১৮ নভেম্বর ২০২৪ সালে তৎকালীন সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়।এরপরই অ্যাডহক কমিটি গঠন করে প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে