ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

চিঠির গুঞ্জনে দুলছে বাজার, স্থিতিশীলতা ফিরবে শিগগিরই

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৯:০৫:১৬
চিঠির গুঞ্জনে দুলছে বাজার, স্থিতিশীলতা ফিরবে শিগগিরই

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার চলতি বছরে স্থিরতার দিকে ধাপে ধাপে এগোতে থাকে। সেপ্টেম্বরের শুরুতেই সূচক ও লেনদেনে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও মাসের দ্বিতীয় সপ্তাহে সামান্য নিম্নগতি দেখা দেয়। বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের পতন দীর্ঘস্থায়ী নয় এবং বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বাজারের সাম্প্রতিক দুর্বলতার পেছনে মূলত আলোচনায় এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো একটি চিঠি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে বাজারে স্থিতিশীলতায় বড় কোনো প্রভাব পড়বে না। বিনিয়োগকারীদের আস্থা এখনও অটুট রয়েছে এবং বাজার দ্রুত ঘুরে দাঁড়াবে বলেও তারা আশা করছেন।

সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট এনবিআর একটি চিঠির মাধ্যমে বিএসইসিকে জানায়, ২০২৪-২৫ অর্থবছরে যারা শেয়ারবাজারে লেনদেন থেকে ৫০ লাখ টাকা বা তার বেশি মূলধনী আয় করেছেন, তাদের আয়কর রিটার্নের তথ্য জমা দিতে হবে। পরে ১৪ সেপ্টেম্বর বিএসইসি সিকিউরিটিজ হাউজগুলোর কাছে এই নির্দেশনা পৌঁছে দেয়।

চিঠির খবর বাজারে ছড়িয়ে পড়ার পর থেকে দরপতন শুরু হয়। বুধবার সূচক নেমে যায় ১৭ পয়েন্টের বেশি এবং পরের দিন বৃহস্পতিবার কমে যায় আরও ৪২ পয়েন্টের বেশি। যদিও এ সময় লেনদেনে সামান্য হ্রাস ঘটে, বিনিয়োগকারীদের আস্থা তাতে নড়েনি।

বাজারসংশ্লিষ্টদের মতে, নতুন অর্থবছরের শুরুতে বিনিয়োগকারীরা যেসব ক্ষতির মধ্যে ছিলেন, তা এখনো কাটিয়ে ওঠা যায়নি। তাই ৫০ লাখ টাকার বেশি মুনাফা পাওয়া বিনিয়োগকারী খুঁজে পাওয়া কঠিন হবে। আবার, এমন মুনাফা হলে বিনিয়োগকারীরা কর দিতে সবসময় প্রস্তুত থাকেন।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, বিনিয়োগকারীদের লাভবান করাই তাদের প্রধান লক্ষ্য। এনবিআরের চিঠি নিয়ম অনুযায়ী বাজারসংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং বিনিয়োগকারীরা নিশ্চিন্ত থাকতে পারেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে