ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢাকায় আ.লীগের বিশাল মিছিল, যা জানা গেল

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৮:৫৭:৩২
ঢাকায় আ.লীগের বিশাল মিছিল, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে দাবি করা হয়—গত ১৪ সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থনে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলটি গুলিস্তান থেকে নবাবপুর রোড পর্যন্ত প্রদক্ষিণ করছে বলে উল্লেখ করা হয়।

তবে ফ্যাক্টচেক ও অনুসন্ধানে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র।রিউমর স্ক্যানার টিম বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করে প্রমাণ করেছে—এই দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

কী পাওয়া গেছে অনুসন্ধানে?

১. আওয়ামী লীগের কোনো মিছিল হয়নি সেই দিন

১৪ সেপ্টেম্বর তারিখে গুলিস্তানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিক্ষোভ বা রাজনৈতিক কর্মসূচির খবর গণমাধ্যম কিংবা সরকারি সূত্রে পাওয়া যায়নি। বিভিন্ন কিওয়ার্ড সার্চ ও নিউজ আর্কাইভ ঘেঁটে নিশ্চিত হওয়া গেছে—এমন কোনো ইভেন্ট ঘটেনি।

২. ভিডিওটি আসলে ১৪ জুলাইয়ের, আয়োজক ছিল বিএনপি

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা মূলত ১৪ জুলাই ২০২৫-এর একটি বিক্ষোভ মিছিলের।এটি আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যেখানে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত একটি হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায়।

৩. ভিডিওর উৎস: বিএনপিপন্থী নেতার ফেসবুক পোস্ট

ভিডিওটির কিছু ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, এটি প্রথম প্রকাশ করেন MD Al-amin Mahin, যিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের একজন নেতা।তিনি এটি ১৫ জুলাই ২০২৫-এ ফেসবুকে পোস্ট করেন।

৪. জিওলোকেশন প্রমাণ: ভিডিও ধারণস্থল নয়াপল্টন, গুলিস্তান নয়

ভিডিওতে ‘ফেনী অনুবাদ কেন্দ্র’ নামে একটি দোকানের সাইনবোর্ড দেখা যায়, যা নয়াপল্টন এলাকাতেই অবস্থিত।গুগল ম্যাপ ও স্ট্রিট ভিউ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে—ভিডিওটি গুলিস্তান নয়, বরং নয়াপল্টনে ধারণকৃত।

৫. ড্রোন ভিডিওতেও মিল পাওয়া গেছে

যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ড্রোন ফুটেজে ওই একই মিছিল দেখা গেছে, যার ক্যাপশনেও পরিষ্কারভাবে বলা হয়েছে এটি ১৪ জুলাইয়ের নয়াপল্টনের বিএনপি মিছিল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে