ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৩টি ব্যাংক সিএসআরে খরচই করেনি

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১০:৪৫:৪৩
১৩টি ব্যাংক সিএসআরে খরচই করেনি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাতে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) ব্যয় গত এক দশকে সর্বনিম্নে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে দেশের সব ব্যাংক মিলে সিএসআর খাতে ব্যয় করেছে মাত্র ১৫০ কোটি ৫৬ লাখ টাকা। অথচ গত বছরের একই সময়ে এই ব্যয় ছিল ৩০৭ কোটি টাকা। অর্থাৎ অর্ধেকের বেশি হ্রাস পেয়েছে ব্যয়, যা ব্যাংকগুলোর সামাজিক দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১০ বছরেও এত কম সিএসআর ব্যয় হয়নি। উদাহরণস্বরূপ, ২০১৫ সালের প্রথম ছয় মাসে ব্যাংকগুলোর ব্যয় ছিল ২৫৪ কোটি টাকা। অথচ ২০২২ সালের শেষার্ধে সিএসআর ব্যয় দাঁড়ায় ৫১৪ কোটি টাকায়। এর পরের বছর ২০২৩-এ তা কমে আসে ৩৫৩ কোটিতে এবং ২০২৫ সালে এসে ব্যয় নেমে আসে ১৫০ কোটিতে।

বিশেষজ্ঞ ও ব্যাংকাররা মনে করছেন, এই পতনের পেছনে রাজনৈতিক পটপরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পূর্ববর্তী রাজনৈতিক সরকারের আমলে ব্যাংকগুলো সিএসআরের অর্থ অনেক সময় রাজনৈতিক চাপের মুখে ব্যয় করতে বাধ্য হতো—যেমন শিক্ষা, চিকিৎসা বা স্থানীয় অনুষ্ঠানগুলোতে অনুদান দেওয়া। তবে ২০২৪ সালের মাঝামাঝি দেশে রাজনৈতিক পরিবর্তনের পর সেই চাপ কমে আসায় ব্যাংকগুলো এখন নিজেদের বিবেচনায় খরচ করছে।

একজন শীর্ষ ব্যাংক কর্মকর্তার ভাষায়, “আগে প্রভাবশালীদের ইচ্ছা অনুযায়ী সিএসআর ব্যয় হতো, এখন সে চাপ নেই। তাই খরচও কমে এসেছে।”

অর্থনীতিবিদরা বলছেন, সিএসআরের অর্থ যেন প্রকৃত সামাজিক উন্নয়নেই ব্যবহৃত হয়, সে জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, সিএসআরের মোট অর্থের ৩০% শিক্ষা, ৩০% স্বাস্থ্য, ২০% জলবায়ু ও পরিবেশ, এবং বাকি ২০% অন্যান্য খাতে ব্যয় করার নির্দেশনা রয়েছে।

কিন্তু ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৬১টি তফসিলি ব্যাংক এর বিপরীত চিত্র দেখিয়েছে। তারা মোট সিএসআরের ৫৫% অর্থ (৮৩ কোটি টাকা) ব্যয় করেছে ‘অন্যান্য’ খাতে। অন্যদিকে, শিক্ষা খাতে মাত্র ২২.৭৫% (৩৪.২৫ কোটি টাকা), স্বাস্থ্য খাতে ১৮.৬৭% (২৮.১২ কোটি টাকা) এবং পরিবেশ ও জলবায়ু খাতে মাত্র ৩.৪৬% (৫.২১ কোটি টাকা) খরচ হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ১৩টি ব্যাংক সিএসআরে এক টাকাও ব্যয় করেনি। ব্যাংকগুলো হলো:জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, কমিউনিটি ব্যাংক, এসবিএসসি, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে