ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Sharenews24

পর্দায় নয় বাস্তবে সোহরাব-রুস্তম ছবির নায়িকার বস্তির ঘরে মৃত্যু!

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৭:০২:০৪
পর্দায় নয় বাস্তবে সোহরাব-রুস্তম ছবির নায়িকার বস্তির ঘরে মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক: নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

সনি জানান, বনশ্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি সমস্যাসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে টানা পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজই বাদ আসর মাদারীপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

চিত্রনায়িকা বনশ্রীর জন্ম মাদারীপুর জেলার শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন বড়। মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় পাড়ি জমান বনশ্রী।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘সোহরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং বনশ্রী রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তিনি মান্না, রুবেল, আমিন খানসহ সমসাময়িক শীর্ষ নায়কদের সঙ্গে আরও প্রায় দশটি সিনেমায় অভিনয় করেন।

যেখানে ক্যারিয়ার উড়ছিল, সেখানেই হঠাৎ ছন্দপতন। নব্বইয়ের শেষ দিকে তিনি চলচ্চিত্র জগত থেকে ছিটকে পড়েন। বন্ধ হয়ে যায় অভিনয়ের পথ, একে একে হারান অর্থ-সম্পদ, ঘরবাড়ি। একসময় ঠাঁই হয় বস্তিতে।

ব্যক্তিগত জীবনে কষ্ট যেন পিছু ছাড়েনি বনশ্রীর। একটি সময়ে তার কোল থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়, ছোট ছেলেকে দিতে হয় সুবিধাবঞ্চিত শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে। আর্থিক অনটনের কারণে তিনি নিরুপায় হয়ে পড়েন।

বহু ঘাত-প্রতিঘাত সহ্য করে জীবনের শেষ অধ্যায়ে বনশ্রী ফিরে যান নিজের এলাকায়, মাদারীপুরের শিবচরে। ঘুরে ঘুরে অবশেষে আশ্রয় মেলে একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে। সেখানে তিনি থাকতেন তার একমাত্র সন্তান, মেহেদী হাসান রোমিওকে নিয়ে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি ঘর ও ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন, যার সুদের টাকা দিয়েই চলছিল বনশ্রীর শেষ জীবনের খরচ।

বনশ্রীর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সনি রহমান বলেন, “তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় একজন অভিনেত্রী। কিন্তু জীবন তাকে খুব একটা সুযোগ দেয়নি। তার রুহের মাগফিরাত কামনা করি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে