ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

ফ্লোর প্রাইসের উপরে লেনদেন হলো বেক্সিমকোর শেয়ার

২০২৫ আগস্ট ১১ ২০:১০:৪২
ফ্লোর প্রাইসের উপরে লেনদেন হলো বেক্সিমকোর শেয়ার

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বর থেকে ঢাকার প্রধান শেয়ারবাজারে ফ্লোর প্রাইসে আটকে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার জাপানি একটি কোম্পানির সঙ্গে লিজ চুক্তির খবরের পর ব্লক মার্কেটে সামান্য বেশি দামে লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, সোমবার (১১ আগস্ট) ব্লক মার্কেটে বেক্সিমকোর শেয়ার প্রতিটি ৯৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়, যা নির্ধারিত ফ্লোর প্রাইস ৯৯ টাকা ১০ পয়সা চেয়ে বেশি। তবে মূল বাজারে শেয়ারটির দাম এখনো ১১০ টাকা ১০ পয়সাতেই অপরিবর্তিত রয়েছে এবং সেই দামে কোনো লেনদেন রেকর্ড করা হয়নি।

কোভিড-১৯ মহামারির সময় বাজার পতন ঠেকাতে ফ্লোর প্রাইস পদ্ধতি চালু করা হয়েছিল। বেশিরভাগ কোম্পানির জন্য এই নিয়ম তুলে নেওয়া হলেও বেক্সিমকোর ক্ষেত্রে এটি এখনো বহাল রয়েছে।

জানা যায়, জাপানি পোশাক কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড সরকারি মধ্যস্থতায় বেক্সিমকোর টেক্সটাইল ও পোশাক বিভাগ (বেক্সটেক্স) লিজ নিয়ে পরিচালনার জন্য ২.৫ বিলিয়ন টাকা বিনিয়োগ করতে সম্মত হয়েছে। শ্রম সচিবের মতে, এই চুক্তির জন্য বেক্সিমকো গ্রুপ একটি 'কমফোর্ট লেটার' দিয়েছে।

এই ঘোষণার পর ব্লক মার্কেটে ৫ হাজার ৩৪টি শেয়ার ৫ লাখ টাকায় লেনদেন হয়েছে। বিএসইসি-এর নিয়ম অনুযায়ী, ব্লক মার্কেটে মূল বাজারের দামের চেয়ে সর্বোচ্চ ১০ শতাংশ কম দামে লেনদেন করা যায়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে