ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

ওমান প্রবাসীদের জন্য সুখবর

২০২৫ আগস্ট ১১ ২০:০০:৪৩
ওমান প্রবাসীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির সরকার রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা এখন থেকে নিজেদের সুবিধা অনুযায়ী এক, দুই অথবা তিন বছর মেয়াদি রেসিডেন্ট কার্ড বেছে নিতে পারবেন।

ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে:

এক বছরের জন্য: ৫ রিয়াল

দুই বছরের জন্য: ১০ রিয়াল

তিন বছরের জন্য: ১৫ রিয়াল

তবে কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন কার্ড তুলতে হলে ২০ রিয়াল ফি দিতে হবে।

এছাড়া ওমানি নাগরিকদের ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পদক্ষেপকে স্থানীয়রাও সাধুবাদ জানিয়েছেন।

রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কার্ডের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই সব রেসিডেন্ট ও আইডি কার্ডধারীদের সময়মতো ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

২০২৫ সালের জুন পর্যন্ত হিসেব অনুযায়ী, ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এদের মধ্যে—

বেসরকারি খাতে: ১৪ লাখ

সরকারি খাতে: ৪১ হাজার

গৃহকর্মী হিসেবে: ৩ লাখ ৪৯ হাজার

এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, মেয়াদ বাড়ার ফলে খরচ ও কাগজপত্র নবায়নের ঝামেলা কমবে, যা তাদের জন্য স্বস্তির বিষয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে