ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার পূর্বাভাস

২০২৫ আগস্ট ১১ ১৬:৩৮:০৩
পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক : দেশে চলতি বর্ষা মৌসুমে বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী ১৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকার অন্তত ২০ থেকে ৩০টি জেলা ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে।

পলাশ লিখেছেন, “২০২০ সালের পর প্রকৃত অর্থে বড় কোনো বর্ষার বন্যা দেশে দেখা যায়নি। মাঝে মাঝে পাহাড়ি ঢল বা আঞ্চলিক বন্যা ঘটলেও এবারের পূর্বাভাস একেবারে আলাদা—এটি হতে পারে দীর্ঘস্থায়ী ও বিস্তৃত বর্ষাকালের স্বাভাবিক বন্যা।”

বিশেষ করে পদ্মা নদী তীরবর্তী এলাকা, ব্রহ্মপুত্র-যমুনা ও তিস্তা অববাহিকার বিস্তীর্ণ অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান তিনি।

তিনি পোস্টে উল্লেখ করেন,“আমি মনেপ্রাণে চাই, আমার পূর্বাভাস ভুল হোক। দেশের মানুষ যেন বড় কোনো দুর্যোগের মুখে না পড়ে, এটাই আমার কামনা।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে