ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

যুবকদের বিশাল সুখবর দিলো সরকার 

২০২৫ আগস্ট ১১ ১৫:৫৩:২৪
যুবকদের বিশাল সুখবর দিলো সরকার 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ৪ হাজার ৯৮৫ জন যুবক-যুবতীকে প্রায় ৪৭ কোটি ২৬ লাখ টাকা ঋণ বিতরণ করবে সরকার। এতে করে প্রতিজন যুবক গড়ে ৯ লাখ ৪৭ হাজার টাকা করে পাবেন। বিশেষ ক্ষেত্রে কেউ কেউ ১০ লাখ টাকাও পেতে পারেন।

সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।

তিনি জানান, ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হবে। এ বছরের প্রতিপাদ্য:“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

ড. সাইফুজ্জামান বলেন,“যুব উন্নয়ন অধিদপ্তর প্রযুক্তিনির্ভর ও মানবসম্পদ গড়ে তুলতে আত্মকর্মসংস্থান ঋণ, প্রশিক্ষণ ও উদ্যোক্তা বিকাশে কাজ করছে। বর্তমানে বছরে প্রায় ২ লাখ যুবককে কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান:গত এক বছরে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এ বছর ২ হাজার ৫৩৪ জন যুব ও ২ হাজার ৪৫১ জন যুবনারী মিলিয়ে মোট ৪,৯৮৫ জনকে ঋণ দেওয়া হবে।ট্রাফিক সচেতনতা ও ব্যবস্থাপনা বিষয়ে ১,০৭৬ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।৬৪টি জেলার ৬৪টি খাল/জলাশয় পরিষ্কার কার্যক্রমে যুবকদের সম্পৃক্ত করা হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে যুব উন্নয়ন অধিদপ্তর বর্তমানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং মোবাইল কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমও চালু রেখেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত ৬ মাসে শিক্ষা, প্রশিক্ষণ বা চাকরিতে নেই এমন প্রায় ৯ লাখ যুবকের জন্য ইএআরএন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে