ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

৮৬ কোটি টাকার দুর্নীতিতে নাম জড়ালো মুন্নু সিরামিকস

২০২৫ আগস্ট ১১ ১৫:৪১:০১
৮৬ কোটি টাকার দুর্নীতিতে নাম জড়ালো মুন্নু সিরামিকস

নিজস্ব প্রতিবেদক : আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্নু সিরামিকসের চেয়ারম্যান এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চারটি আলাদা মামলা করতে যাচ্ছে।

সোমবার (১১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শিগগিরই মামলাগুলো সংশ্লিষ্ট থানায় দায়ের করা হবে।

মামলার অনুমোদিত খসড়া এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো ধরনের রেকর্ডপত্র দাখিল না করেই এবং প্রতিষ্ঠানটির বোর্ড সভায় উপস্থাপন না করে অভিযুক্তরা নিজেদের মধ্যে যোগসাজশে অর্থ আত্মসাৎ করেছেন। এভাবে মোট ৮৬ কোটি ৫০ লাখ টাকার বেশি আত্মসাৎ করা হয়।

যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে:

১. আফরোজা খান রিতা – চেয়ারম্যান, মুন্নু সিরামিকস

২. এস এম শামসুল আরেফিন – ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা ফাইন্যান্স

৩. মোহাম্মদ মাইন উদ্দিন – সাবেক ভাইস প্রেসিডেন্ট

৪. কাজী আরিফুজ্জামান

৫. আরও তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যাদের নাম এজাহারে উল্লেখ থাকবে

দুদকের এক কর্মকর্তা বলেন, “ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় আমরা কোনো অনিয়ম বরদাস্ত করব না। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।”

এ মামলার প্রেক্ষিতে মুন্নু সিরামিকসের ওপর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা নড়বড়ে হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যেহেতু প্রতিষ্ঠানটির চেয়ারম্যানই মামলার মুখোমুখি, তাই প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনায় প্রভাব পড়াটা স্বাভাবিক।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে