ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

২০২৫ আগস্ট ০৭ ২২:১৪:২৬
ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে—এমন ঘোষণা আসার পরই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গণমাধ্যমকে তিনি বলেন, তফসিল ঘোষণার পরপরই তারেক রহমান দেশে ফিরবেন। বিএনপির নির্বাচনী কৌশল, সমন্বয় এবং নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে তিনিই থাকবেন। তিনি আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী—এখানে কোনো দ্বিধা নেই।

২০০৭ সালের এক-এগারোর সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেপ্তার হন তারেক রহমান। পরে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে চলে যান। সেই থেকেই তিনি রাজনৈতিক নির্বাসনে ছিলেন।

তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই এক-এগারো এবং বর্তমান সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলোর সবগুলোতে খালাস পান তারেক রহমান। এরপর থেকে দলীয় নেতাকর্মীদের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—‘তিনি কবে ফিরবেন?’

হুমায়ুন কবির বলেন, এবার আর অপেক্ষা নয়। তারেক রহমান একাধিক আসনে প্রার্থী হতে পারেন। নির্বাচিত হলে তিনিই প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশ করবেন জিয়া পরিবারের পক্ষ থেকে।

এদিকে আলোচনায় আছেন ডা. জুবাইদা রহমান। যদিও তিনি এখনও সক্রিয় রাজনীতিতে নামেননি, তবে সম্প্রতি দেশে এসে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তার সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়া নিয়ে হুমায়ুন কবির বলেন, জুবাইদাকে ঘিরে জনমানসে আগ্রহ স্বাভাবিক। তিনি যদি রাজনীতিতে সরাসরি যুক্ত হন, তাতে অবাক হওয়ার কিছু নেই। বিএনপির ছায়াতলে থেকে তিনি জনগণের সঙ্গে কাজ করতে পারেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে