ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

চাকরি হারাবে ১০ লাখ মানুষ!

২০২৫ জুলাই ২০ ১৮:১১:২৮
চাকরি হারাবে ১০ লাখ মানুষ!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে আগামী ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ কার্যকর হতে যাচ্ছে, যা দেশের রপ্তানিনির্ভর অর্থনীতি, শ্রমবাজার ও শিল্প খাতের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, চামড়া, প্লাস্টিক, কৃষিপণ্য, লজিস্টিকস এবং আর্থিক খাত এই শুল্কের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা এটিকে কেবল একটি বাণিজ্য সংকট না বলে জাতীয় জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন।

কারণ, এর প্রভাব সরাসরি প্রায় ৫০ লাখ মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলবে এবং মাত্র দুই মাসের ব্যবধানে ১০ লাখের বেশি মানুষ চাকরি হারাতে পারে। স্প্যারো গ্রুপ, এশিয়ান গ্রুপ ও হা-মীম গ্রুপসহ দেশের বড় বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর কোটি কোটি টাকার মজুরি, অর্ডার ও উৎপাদন ঝুঁকির মধ্যে রয়েছে। ওয়ালমার্ট, গ্যাপ, লেভিস, আমেরিকান ঈগল ও সিঅ্যান্ডএসহ যুক্তরাষ্ট্রের নামকরা ব্র্যান্ডগুলো বাংলাদেশের কারখানাগুলোর কাছ থেকে বছরে প্রায় ৫০০ কোটি ডলারের পণ্য কিনলেও এখন তারা নতুন অর্ডার দেওয়া বন্ধ বা স্থগিত করে দিচ্ছে। বায়িং হাউসগুলো ইতিমধ্যে অনেক কারখানাকে উৎপাদন ও চালান বন্ধ রাখতে বলেছে।

শুধু তৈরি পোশাকই নয়, ব্যাকওয়ার্ড লিংকেজ খাত যেমন স্পিনিং, ডাইং, এক্সেসরিজ ও কেমিক্যাল শিল্প, পরিবহন ও গুদাম ব্যবসা, ব্যাংকিং এবং সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত ছোট-মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো সরাসরি ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে যারা একটি বা দুইটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল, তাদের অস্তিত্ব সংকট দেখা দেবে। এ অবস্থায় ব্যবসায়ীরা মনে করছেন, বাংলাদেশ যদি দ্রুত ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ না নেয়, তাহলে মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান হারিয়ে যাবে এবং ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর মতো দেশ এই ফাঁকা বাজার দখল করে নেবে।

অনেকেই বলছেন, বাংলাদেশ আজও যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের শুল্কমুক্ত সুবিধা পায় না, যেখানে প্রতিবেশী দেশগুলো কৌশলগত কূটনীতির মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। ব্যবসায়ী নেতারা আশঙ্কা করছেন, এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের বার্ষিক রপ্তানি ৮ বিলিয়ন ডলারের বেশি কমে যেতে পারে এবং ১৫ লাখেরও বেশি চাকরি ঝুঁকিতে পড়বে।

এই সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করার আহ্বান জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটা জাতীয় সংকট; দল-মত নির্বিশেষে সবাইকে ঐকমত্যে পৌঁছে কার্যকর কূটনৈতিক সমাধান নিতে হবে, না হলে দেশের অর্থনীতি ভয়াবহভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে