ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

আলেকজান্ডার বোকে ঘিরে বিতর্ক

২০২৫ জুলাই ২০ ১৬:৩৪:৪৬
আলেকজান্ডার বোকে ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ আলেকজান্ডার বো। ‌‘ম্যাডাম ফুলি’ খ্যাত এই নায়ক ৯০-এর দশকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের একটা পর্যায়ে তাকে অশ্লীল ছবির অভিনেতা বলেও আখ্যা দেওয়া হয়। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নের উত্তরে স্পষ্ট করেই নিজের অবস্থান জানান বো।

আলেকজান্ডার বলেন,“মানুষ কীভাবে ছবিকে ‘অশ্লীল’ বলে, আমি জানি না। যখন আমি কোনো চিত্রনাট্য পছন্দ করি, তখন তাতে এমন কিছু থাকত না। কিন্তু সিনেমা মুক্তির পর যখন পত্রিকায় দেখতাম, তখন বুঝতাম ছবিতে কীভাবে কী হয়ে গেছে। তখন তো আমার আর কিছু করার থাকত না।”

উপস্থাপক জয়ের প্রশ্ন ছিল, “এই অভিজ্ঞতার পর আপনি কী সিদ্ধান্ত নেন?” উত্তরে বো বলেন,“সিদ্ধান্ত তো ছিল ছবি না করাই। তাই একটা সময় গ্যাপ নিই। কার বিরুদ্ধে ব্যবস্থা নেব? পরিচালক? প্রযোজক? আমি তো ছবির নায়ক। কিন্তু ছবিতে এমন কিছু যোগ করা হয়, যেটা আমি জানিও না, কিংবা ওই লোককেও চিনি না।”

আলেকজান্ডার বো ১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‌‘লম্পট’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। এরপর ‘ম্যাডাম ফুলি’ ছবিতে শিমলার বিপরীতে তার অভিনয় ছিল অত্যন্ত প্রশংসিত। তবে ২০০০ সালের পর থেকে ঢাকাই চলচ্চিত্রে অশ্লীলতার ধারা তৈরি হলে তাতে অনিচ্ছাকৃতভাবেই জড়ান তিনি।

অনেকেই জানেন না, অভিনয়ের বাইরে আলেকজান্ডার বো একজন দক্ষ কারাতে খেলোয়াড়।

১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ছয়বার জাতীয় কারাতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি

১৯৯৭ সালে দিল্লিতে দক্ষিণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন

১৯৯৮ সালে রাশিয়ার ইউরোপিয়ান কারাতে প্রতিযোগিতায় রানারআপ

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার বুসান মেয়রস কাপ চ্যাম্পিয়ন হন, যেখানে ১৩টি দেশ অংশ নেয়

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে