ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

মধ্যরাতে ফের বিতর্কে কণ্ঠশিল্পী নোবেল

২০২৫ জুলাই ২০ ১১:৩৯:৩৮
মধ্যরাতে ফের বিতর্কে কণ্ঠশিল্পী নোবেল

নিজস্ব প্রতিবেদক : সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর। কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান এই গায়ক। মামলার নিষ্পত্তি হয় অভিযোগকারী নারীর সঙ্গে তার বিয়ের মাধ্যমে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে জড়ালেন তিনি।

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর এলাকায় উবারচালককে মারধরের অভিযোগে নোবেলকে মিরপুর মডেল থানা পুলিশ থানায় নিয়ে যায়। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে।

উবারচালক আকবর হোসেন জানান, উবার অ্যাপে প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যে পৌঁছেও নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং উদ্ভট কথা বলা ও গালাগাল শুরু করেন। একপর্যায়ে চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় আশপাশের লোকজন জড়ো হলে নোবেল জনতার ক্ষোভের মুখে পড়েন। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ও গাড়ি চালককে থানায় নিয়ে যায়। শনিবার রাত পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান জানান, "গায়ক নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শোনার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এর আগে, নারী নির্যাতনের মামলায় ২০ মে গ্রেপ্তার হন নোবেল। এরপর আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অভিযোগকারী নারীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। পরে ২৪ জুন তিনি জামিন পান, যেখানে তার স্ত্রী জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি জানাননি।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে