ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

লেনদেনের শুরুতেই তিন কোম্পানি হল্টেড

২০২৫ জুলাই ২০ ১০:২০:২২
লেনদেনের শুরুতেই তিন কোম্পানি হল্টেড

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই তিনটি কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট দেখা দেয়। ফলে কোম্পানিগুলো ‘হল্টেড’ হয়ে পড়ে। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো: খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

স্টক এক্সচেঞ্জে কোনো শেয়ারের মূল্য একদিনে নির্ধারিত সীমার বেশি বাড়লে বা কমলে তাকে সার্কিট ব্রেকার বলা হয়। এই সীমা অতিক্রম করলে সেই শেয়ারে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন বন্ধ হয়ে যায় — যাকে বলা হয় হল্টেড হওয়া।

এই তিনটি কোম্পানির শেয়ারের দাম লেনদেনের মাত্র ১০ মিনিটের মাথায়ই তাদের নির্ধারিত সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। কিন্তু এ সময়ে বাজারে শেয়ার বিক্রির আগ্রহ না থাকায় বা কোনো বিক্রেতা না মেলায় শেয়ারগুলো হল্টেড হয়ে পড়ে।

খুলনা পাওয়ার কোম্পানি বিদ্যুৎ ও জ্বালানি খাতভুক্ত একটি প্রতিষ্ঠান, যা পূর্বে নানা কারণে আলোচিত ছিল এবং বর্তমানে জেড ক্যাটাগরিতে রয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ নির্মাণ খাতের একটি কোম্পানি, যা দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও উচ্চ ঋণের বোঝা নিয়ে চলছে। অন্যদিকে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড প্রিন্টিং ও প্যাকেজিং খাতের একটি প্রতিষ্ঠান, যার কার্যক্রম বর্তমানে বন্ধ এবং বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়মিত প্রকাশে ব্যর্থ হচ্ছে। এই তিনটি কোম্পানিরই আর্থিক ভিত্তি দুর্বল হওয়া সত্ত্বেও তাদের শেয়ারে আকস্মিক চাহিদা তৈরি হয়, যার ফলে তারা লেনদেনের শুরুতেই হল্টেড হয়ে পড়ে।

এই তিনটি কোম্পানিই জেড ক্যাটাগরির শেয়ার — অর্থাৎ যে কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে আর্থিক প্রতিবেদন দেয় না, ডিভিডেন্ড দেয় না, ডিভিডেন্ড ঘোষণা করলেও বিতরণ করে না বা উৎপাদন বন্ধ রয়েছে। সাধারণত এই ধরনের কোম্পানিগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

তবে মাঝেমধ্যে জল্পনা-কল্পনা, গুজব বা নতুন কোনো সম্ভাবনার খবরে এসব শেয়ারে আকস্মিক চাহিদা বেড়ে যায়। বিশেষ করে স্বল্প মূল্যের কারণে ছোট বিনিয়োগকারীরা দ্রুত মুনাফার আশায় এসব শেয়ারে আগ্রহ দেখায়।

তিনটি জেড ক্যাটাগরির কোম্পানির আকস্মিক মূল্যবৃদ্ধি এবং হল্ট হয়ে যাওয়া দেশের শেয়ারবাজারের স্বাভাবিকতার প্রতি প্রশ্ন তুলছে। বাজারে মৌলিক ভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে, গুজবনির্ভর লেনদেন থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে