ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

পদত্যাগ করলেন সেই ভাইরাল সিইও 

২০২৫ জুলাই ২০ ১০:১৯:৪৮
পদত্যাগ করলেন সেই ভাইরাল সিইও 

নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কভিত্তিক প্রযুক্তি কোম্পানি অ্যাস্ট্রোনমার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বাইরন পদত্যাগ করেছেন। সম্প্রতি কোল্ডপ্লে কনসার্টে এক সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়ার পর ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে এই পদত্যাগের ঘটনা ঘটে।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাইরনের পদত্যাগপত্র গ্রহণ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। একইসঙ্গে, তারা পরবর্তী স্থায়ী সিইও খুঁজে পেতে তৎপর হয়ে উঠেছে।

গত বুধবার ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্ট চলাকালীন ‘কিস ক্যাম’-এ ধরা পড়েন বাইরন ও কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট। ভিডিওতে দেখা যায়, বাইরন তাকে পেছন থেকে জড়িয়ে গানের তালে দুলছেন। এই দৃশ্য বড় স্ক্রিনে দেখানো হলে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন এবং দ্রুত সরে যান।

প্রথমে বাইরনকে তদন্ত চলাকালীন ছুটিতে পাঠানো হয়। এরপর শুক্রবার কোম্পানির বিবৃতিতে জানানো হয়, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডেজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে কোম্পানি স্পষ্ট করে জানিয়েছে, বাইরন এই ঘটনার পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, এবং অনলাইনে ছড়িয়ে পড়া কিছু 'বিবৃতি' ভুল ও বিভ্রান্তিকর।

বর্তমানে বাইরনের লিঙ্কডইন প্রোফাইল প্রাইভেট করা হয়েছে এবং কোম্পানির সাইট থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো তাকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত ডেটা অপারেশনস ও এআই কোম্পানি অ্যাস্ট্রোনমার এক বিবৃতিতে বলেছে,“আমাদের ব্র্যান্ড পরিচিতি রাতারাতি বদলে যেতে পারে, তবে আমরা ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমস্যার সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।”

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে