ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

সৌদি রাজপরিবারে শোকের ছায়া

২০২৫ জুলাই ২০ ১০:১১:৪০
সৌদি রাজপরিবারে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের 'ঘুমন্ত রাজপুত্র' হিসেবে পরিচিত যুবরাজ আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। শনিবার (১৯ জুলাই) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

১৯৯০ সালের এপ্রিল মাসে জন্ম নেওয়া যুবরাজ আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য। তিনি সৌদি ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে এবং প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের পুত্র।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তিনি আর জ্ঞান ফিরে পাননি।

গত দুই দশক ধরে কোমায় থাকা অবস্থায় মাঝে মাঝে তার অনিচ্ছাকৃত কিছু নড়াচড়া তার পরিবারের মনে আশার সঞ্চার করত। কুরআন তেলাওয়াত শোনার পর তার শরীরে হালকা প্রতিক্রিয়া দেখা যাওয়ার ঘটনাও সামাজিক মাধ্যমে আলোচিত হয়।

তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল কখনোই ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করার পরামর্শ গ্রহণ করেননি। তিনি বিশ্বাস করতেন, একদিন অলৌকিকভাবে তার ছেলে সুস্থ হয়ে উঠবে।

দীর্ঘ ২০ বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন 'ঘুমন্ত রাজপুত্র'। রাজপরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে