ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

উৎপাদনে ফিরেছে লিবরা ইনফিউশনস

২০২৫ জুলাই ২০ ১০:০৭:৪০
উৎপাদনে ফিরেছে লিবরা ইনফিউশনস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেড উৎপাদনে ফিরেছে। গত ১৭ জুলাই কোম্পানির কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

কোম্পানির প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্যের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত লিবরা ইনফিউশন লিমিটেডর উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। তবে কী কারণে তা বন্ধ ছিল কোম্পানিটি সে সম্পর্কে কিছু জানায় নি। কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে বলা হয়েছেম, সবার সহযোগিতা পেলে শিগগিরই কোম্পানিটি পূর্ণ উৎপাদনক্ষমতায় যেতে পারবে।

গত ১৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে জানা যায়, তাদের একটি টিম রাজধানীর মিরপুরের রূপনগরে অবস্থিত লিবরা ইনফিউশনসের প্রধান কার্যালয় ও কারখানা পরিদর্শন করে। এ সময় তারা কারখানার উৎপাদন বন্ধ দেখতে পায়।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে