ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

ভারতে ২৮ বছর পর ফাঁস হলো বাংলাদেশির ভয়ংকর প্রতারণা

২০২৫ জুলাই ২০ ০৯:৫৯:১৫
ভারতে ২৮ বছর পর ফাঁস হলো বাংলাদেশির ভয়ংকর প্রতারণা

নিজস্ব প্রতিবেদক : ভারতের মধ্যপ্রদেশে হিজড়ার ছদ্মবেশে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে থাকা এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আব্দুল কালাম, যিনি ভোপালে ‘নেহা কিন্নর’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে এনডিটিভি জানায়, আব্দুল ভুয়া পরিচয়পত্র তৈরি করে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে উপস্থাপন করতেন। তিনি জাল পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশেও যাতায়াত করেছেন।

পুলিশ জানায়, মাত্র ১০ বছর বয়সে আব্দুল অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। প্রথমে মুম্বাইয়ে প্রায় ২০ বছর কাটানোর পর তিনি ভোপালে চলে আসেন। সেখানে গত ৮ বছর ধরে ‘নেহা’ নামে নারীর ছদ্মবেশে হিজড়া পরিচয়ে বসবাস করছিলেন, যাতে তার আসল পরিচয় গোপন থাকে।

তিনি ভোপালের বুধওয়ারা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ তার কাছ থেকে আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টসহ একাধিক জাল নথি উদ্ধার করেছে।

তদন্তে জানা গেছে, এসব নথি ব্যবহার করে তিনি নির্বিঘ্নে আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি তালাইয়া থানায় ৩০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ এখন তদন্ত করছে—আব্দুল এইসব জাল নথি তৈরির পেছনে কোনো বড় চক্র বা নেটওয়ার্কের সহায়তা পেয়েছিলেন কিনা। সাইবার ক্রাইম ইউনিট তার মোবাইল, কল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল ডেটা বিশ্লেষণ করছে।

ভোপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা শালিনী দীক্ষিত জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তার পরিচয় যাচাই করে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গোটা অভিযান চলাকালে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়েছে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে