ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

কক্সবাজারের এনসিপি পদযাত্রায় বিএনপির বাঁধা

২০২৫ জুলাই ১৯ ১৯:২০:৫৮
কক্সবাজারের এনসিপি পদযাত্রায় বিএনপির বাঁধা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে বাধা এবং পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।

তিনি লিখেছেন,“চকরিয়ায় এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন। লোহাগড়ায় আমাদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এটা সেই একই সংস্কৃতি, যা আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে করে আসছে। এখন আপনারাও একই পথে হাঁটছেন। তাদের পরিণতি যদি শিক্ষা না হয়, তাহলে আপনারাও একই পরিণতির জন্য প্রস্তুত থাকুন।”

এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার বিকেলে ওই মন্তব্যের প্রতিবাদে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভের একপর্যায়ে চকরিয়ায় এনসিপির চলমান পথসভায় বিএনপির স্থানীয় কর্মীরা বাধা দেন এবং ভ্রাম্যমাণ মঞ্চে ভাঙচুর চালান।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে