ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

জামায়াতের সমাবেশে সারজিস আলমের বক্তব্য

২০২৫ জুলাই ১৯ ১৬:২১:৩৯
জামায়াতের সমাবেশে সারজিস আলমের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় সমাবেশের মঞ্চে উঠে তিনি বক্তব্য দেন। এর আগে দুপুর থেকেই তাকে মূল মঞ্চে অন্যান্য নেতাদের সঙ্গে বসে থাকতে দেখা যায়।

সমাবেশের মূল পর্ব শুরু হয় দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তার আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাকে বরণ করে নেন রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাগম। সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রিজার্ভ বাস, ট্রেন ও লঞ্চে হাজার হাজার কর্মী ঢাকায় আসেন।

দলের শীর্ষ নেতারা জানান, ১৫ লাখ মানুষের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।

সমাবেশে ডা. শফিকুর রহমান ৭ দফা দাবি উত্থাপন করেন এবং বলেন, “গণহত্যার বিচার, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং ২৪ জুলাইয়ের অভ্যুত্থান থেকে অনুপ্রাণিত হয়ে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

এদিকে বিএনপি কোনো প্রতিনিধি এ সমাবেশে অংশ নেয়নি। তবে জামায়াতের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করা হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে