ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

মানবাধিকার ইস্যুতে সরকারের খোলামেলা ঘোষণা

২০২৫ জুলাই ১৯ ১৪:৪৪:০০
মানবাধিকার ইস্যুতে সরকারের খোলামেলা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর (OHCHR) একটি মিশন চালু করেছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে এ মিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের এই মিশনের মূল উদ্দেশ্য—সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং আইনি পরামর্শ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। এতে করে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা পূরণ সহজ হবে।

সরকার জানিয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কিছু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি সরকারের সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারেরই প্রতিফলন।

সরকার বলছে, মিশনের কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গোষ্ঠী OHCHR-এর আগের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, বাংলাদেশ চায় এই মিশন শুধু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারেই সীমাবদ্ধ থাকুক।

সরকার আরও বলেছে, OHCHR মিশনকে এমন কোনো সামাজিক এজেন্ডার অংশ হতে দেওয়া হবে না, যা বাংলাদেশের প্রচলিত আইন, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। প্রয়োজনে সরকার নিজ সিদ্ধান্তে এই সমঝোতা থেকে সরে আসার অধিকার সংরক্ষণ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যদি এই মিশন পূর্ববর্তী প্রশাসনের সময় চালু থাকত, তাহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার মতো বহু অপরাধ যথাসময়ে নথিভুক্ত ও তদন্তের আওতায় আনা যেত। সরকারের মতে, আজকের প্রতিশ্রুতি কেবল আদর্শ নয়—এটি ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে গঠিত।

সরকার এই অংশীদারিত্বকে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখছে—যা দেশের আইন, মূল্যবোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে পরিচালিত হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে