ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

সবাই যখন সন্দিহান, তখন প্রেস সচিব দিলেন সাফ বার্তা

২০২৫ জুলাই ১৯ ১৪:৩৫:০৯
সবাই যখন সন্দিহান, তখন প্রেস সচিব দিলেন সাফ বার্তা

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন নিয়ে দেশে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‌“প্রধান উপদেষ্টা যেভাবে সময় নির্ধারণ করেছেন, ঠিক সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক পরিবেশ নির্বাচন উপযোগী করে তোলা হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।”

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত TEDxComilla University অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের আওতায় সংসদ নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর বিষয়ে তিনি বলেন, “বিষয়টি নিয়ে রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।”

TEDx অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুবি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, চরকির সিইও রেদওয়ান রনি, গায়ক আসিফ আকবর, লেখক ডেলএইচ খান, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ, ও এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে