ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

সমাবেশের আগে নতুন বার্তা দিলেন শফিকুল ইসলাম মাসুদ

২০২৫ জুলাই ১৯ ১২:৩০:৪৮
সমাবেশের আগে নতুন বার্তা দিলেন শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সমাবেশে নেতাকর্মীদের ঢল, গেট দিয়ে ঢুকতে না পারাদের ধৈর্য ধরার আহ্বান করেন শফিকুল ইসলাম মাসুদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সমাবেশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে যারা মাঠের ভেতরে প্রবেশ করতে পারছিলেন না, তাদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন দলটির নেতা। ভাষণে তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই দলের আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও জাতীয় নেতারা জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

সমাবেশে দেওয়া বক্তব্যে ওই নেতা বলেন, "আজকের এই সমাবেশের মাধ্যমে গোটা বাংলাদেশ ছাড়িয়ে, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের সম্মানিত নাগরিকবৃন্দ যারা প্রবাসীগণ আছেন, কোটি কোটি জনতা তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকের এই সমাবেশে যুক্ত হয়ে ইতিমধ্যেই এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য তারা সমৃদ্ধ হয়েছেন।"

তিনি আরও জানান, "আর কিছুক্ষণের মধ্যেই সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ আমাদের জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।" তিনি ঘোষণা করেন যে, প্রধান নেতাদের বক্তব্য শুরু হওয়ার আগ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে।

সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় যারা গেট দিয়ে প্রবেশ করতে পারছিলেন না, তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম বলেন, "যারা আমাদের গেটগুলো দিয়ে প্রবেশ করতে পারছেন না, আমরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যে যেখানে জায়গা পাচ্ছেন, কষ্ট করে, মেহেরবানি করে আজকের এই প্রোগ্রামের জন্য আপনারা আপনাদের ত্যাগ এবং কোরবানি পেশ করে সেখানেই বসে গিয়ে আজকের এই বিশাল জাতীয় সমাবেশকে সফল এবং সার্থক করে তুলবেন।"

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে