ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

মিঠুন চক্রবর্তীর আচরণে কাঁধে হাত রাখলেন মোদি

২০২৫ জুলাই ১৯ ১১:৪৩:০৩
মিঠুন চক্রবর্তীর আচরণে কাঁধে হাত রাখলেন মোদি

নিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক সফরে ঘটে গেল এক আবেগঘন ও চমকপ্রদ মুহূর্ত, যা এখন ঘুরছে ভারতজুড়ে সামাজিক মাধ্যমে।

এই সফরে মোদির সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। সভা শেষে প্রধানমন্ত্রী নিজে থেকেই হাসিমুখে এগিয়ে যান মিঠুনের দিকে। তারা করমর্দন করেন এবং পারস্পরিক সৌজন্য বিনিময় হয়।

তবে সবাইকে চমকে দিয়ে হঠাৎই মিঠুন চক্রবর্তী মোদির পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যান। ঠিক তখনই প্রধানমন্ত্রী মোদি তৎপর হয়ে তার কাঁধে হাত রেখে থামিয়ে দেন মিঠুনকে। হাতের ইশারায় বুঝিয়ে দেন—এটা তিনি চান না। এরপর আবেগঘনভাবে মিঠুনকে বুকে জড়িয়ে ধরেন।

ঘটনার এই অংশটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটি ছিল নিখাদ শ্রদ্ধাবোধ, আবার কেউ কেউ মনে করছেন, এর পেছনে ছিল একধরনের রাজনৈতিক বার্তা।

প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী ও নরেন্দ্র মোদির জন্ম একই বছর—১৯৫০ সালে। তবে বয়সে মিঠুন সামান্য বড়। মিঠুনের জন্ম জুনে, আর মোদির সেপ্টেম্বরে। তবু একজন প্রবীণ ব্যক্তি যখন একজন অপেক্ষাকৃত কনিষ্ঠ নেতার পা ছুঁয়ে প্রণাম করতে চান, তখন তা নিছক সৌজন্য না ভক্তিভাব—এই নিয়েই চলছে আলোচনা।

এই হৃদয়ছোঁয়া মুহূর্তের ভিডিও ইতিমধ্যে টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভাইরাল হয়েছে। অনেকেই মোদির নম্রতা ও মিঠুনের বিনয় দেখে অভিভূত। কেউ লিখেছেন, "এটাই প্রকৃত ভারতীয় সংস্কৃতি"—আবার কেউ বলছেন, "রাজনীতি নয়, শ্রদ্ধাটাই মুখ্য।"

এই দৃশ্য রাজনীতির মাঠে এক অন্যরকম বার্তা দিতে পারে। যেখানে ক্ষমতা, পদের উচ্চতা বা বয়স—সবকিছু ছাপিয়ে সৌজন্য ও শ্রদ্ধার প্রকাশ হয় মানবিকতার এক অনন্য প্রতিচ্ছবি।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে