ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

‘পরকীয়া’ ধরা পড়ল ক্যামেরায়, সোজা বরখাস্ত 

২০২৫ জুলাই ১৯ ১১:১৭:১৩
‘পরকীয়া’ ধরা পড়ল ক্যামেরায়, সোজা বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার-এর সিইও অ্যান্ডি বাইরনকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে, এক কনসার্টে ‘পরকীয়া প্রেমে’ লিপ্ত হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর। ঘটনাটি ঘটেছে ১৬ জুলাই, বস্টনে অনুষ্ঠিত কোল্ডপ্লে কনসার্টে।

‘কিস ক্যাম’-এ ধরা পড়ে যায় সিইও অ্যান্ডি বাইরন এবং প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার (এইচআর প্রধান) ক্রিস্টিন ক্যাবট। ভিডিওতে দেখা যায়, দুজনই ঘনিষ্ঠভাবে একে অপরকে জড়িয়ে ধরে আছেন। ক্যামেরা তাদের দিকে ঘুরতেই তারা হতচকিত হয়ে পড়েন এবং মুখ লুকাতে চেষ্টা করেন। এই দৃশ্য দেখে গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকেই রসিকতা করে বলেন, “ওদের দেখুন… হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!”

ভিডিওটি প্রথমে টিকটকে ছড়ায়, পরে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তা মিলিয়ন মিলিয়ন ভিউ পায়, মিমে রূপ নেয় এবং টেলিভিশনে আলোচনার বিষয় হয়ে ওঠে।এরপর ভিডিওটি বাইরনের স্ত্রীর হাতে পৌঁছালে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বামীর পদবি সরিয়ে ফেলেন।

এই ঘটনা সামনে আসার পর ১৯ জুলাই রাতে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ জানানো হয়,“সিইও অ্যান্ডি বাইরনকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

প্রতিষ্ঠানের বিবৃতিতে আরও বলা হয়:“আমরা নেতৃত্বের কাছ থেকে শিষ্টাচার ও জবাবদিহির সর্বোচ্চ মান প্রত্যাশা করি। প্রতিষ্ঠান গঠনের সময় থেকে আমরা যে মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছি, তা থেকে আমরা বিচ্যুত হব না।”

সিইও পদে অস্থায়ী দায়িত্ব পেয়েছেন অ্যাস্ট্রোনোমারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডিজয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে