Print
প্রচ্ছদ » বিনোদন

ঢাকা, ০১ জানুয়ারি ২০১৮:

নানা তানরণ আলোচিত তিনি। এ বছর শাহরুখ খানের কন্যা সুহানাকে নিয়ে বি-টাউনে জোর জল্পনা হয়েছে। বছর শেষের আগেও ফের অনুরাগীদের নজর কাড়ল সুহানা।

সম্প্রতি এক আত্মীয়র বিয়েতে তাঁর সাজসজ্জা নিয়ে বেশ আলোচনা হচ্ছে টিনশেল টাউনে। দারুণ আকর্ষণীয় সাজে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল শাহরুখ- গৌরি তনয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যেমে সামনে এসেছে।

জানা গেছে, ওই বিয়ের অনুষ্ঠান ছিল দিল্লিতে। সুহানাকে দেখে বোঝার উপায় ছিল না যে, তার বয়স মাত্র ১৭। সোনালি লেহেঙ্কায় লাস্যময়ী লাগছিল সুহানাকে। কেউ কেউ সুহানাকে বলিউডের ভবিষ্যত সুপারস্টার হিসেবেও কল্পনা শুরু করেছে অনেকে।