Print
প্রচ্ছদ » বিনোদন

স্ত্রী-কন্যাসহ ঢাকায় নাসিরুদ্দিন
ঢাকা, ২০ এপ্রিল ২০১৭:

স্ত্রী-কন্যা নিয়ে ঢাকায় এসেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ্। বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি থিয়েটারেও সমান সক্রিয় নাসিরুদ্দিন নিজের নির্দেশনায় একটি মঞ্চ নাটক নিয়ে ঢাকায় এসেছেন।স্ত্রী রত্না পাঠক শাহ্ ও কন্যা হিবা শাহকে নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকায় পৌঁছেন 'ডার্টি পিকচার' সিনেমায় বিদ্যা বালানের বিপরীতে অভিনয় করা নাসিরুদ্দিন।


শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ‘নবরাত্রী’ মিলনায়তনে ‘ইসমত আপা কে নাম’ নাটকের মঞ্চায়ন হবে। এতে অভিনয় করবেন নাসিরুদ্দিন, রত্না পাঠক ও হিবা।নাসিরুদ্দিন শাহ ও তার নির্দেশিত এই নাটকটি ঢাকার দর্শকদের জন্য আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশনস। ‘ইসমাত আপা কে নাম’ নাটকটি লিখেছেন খ্যাতিমান উর্দু লেখক ইসমত চুঘতাই।


এর আগে গতকাল বুধবার নাটকের অন্য কলাকুশলীরাও ঢাকায় এসেছেন।
শেয়ারনিউজ/আরিফ