Print
প্রচ্ছদ » অ্যানালাইসিস

প্রফিট টেকিংয়ে নিম্নমুখী বাজার
ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৭:

দুই কার্যদিবস পরেই দর সংশোধনে আজ সোমবার কমেছে সূচক ও লেনদেন। তবে এদিন অনেকেই মুনাফা তুলে নিয়েছে। তাই ক্রয়ের তুলনায় বিক্রি বেশি ছিল। লেনদেনের প্রথম দেড় ঘন্টা পর্যন্ত সূচকের তীর ঊর্ধ্বমুখী ছিল। এ সময় স্বাভাবিকভাবে দর উঠানামা করতে দেখা গেছে। কিন্ত দুপুর ১২টার পর থেকেই ১টা পর্যন্ত একটানা সূচকের পতন হয়। এরপর সূচক আর আগের অবস্থানে ওঠতে পারেনি। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমার পাশাপাশি বাজার মূলধন কমেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৫১.২০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭১.৬৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০৮.৭৮ পয়েন্টে। আগের কার্যদিবসে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫২.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৬৭.৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৮.২৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০১.৪৩ পয়েন্টে।


সোমবার ডিএসইতে মোট ৩২ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ১৩৩টি শেয়ার এক লাখ ৬৩ হাজার ৩১৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ১৫২ কোটি ২৩৪ লাখ ৪২ হাজার ১৬১.৪০ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে মোট ৩৯ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ৪৪১টি শেয়ার এক লাখ ৮১ হাজার ১৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ২৫৯ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৩৫৯.১০ টাকা।


সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আগের কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।


সোমবার ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ১১ হাজার ২৮৯ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ১০৮.১৫ টাকা। আগের কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ১২ হাজার ১৮৭ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৮৩.৮৬ টাকা।


অন্যদিকে, সোমবার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪২.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯০৭২.৬৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২৩.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৫৩২.৭২ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ৮৪.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৪৯৮.৫১ পয়েন্টে। সিএসই-৫০ ১.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪২৩.৩৭ পয়েন্টে। এছাড়া সিএসসিআই ৩.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫০.৬১ পয়েন্টে।


আগের কার্যদিবসে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯১১৫.১৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮৮.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৫৫৬.৪৫ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ৭৯.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৪১৪.১২ পয়েন্টে। সিএসই-৫০ ১৫.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৪.৮২ পয়েন্টে। এছাড়া সিএসসিআই ১৬.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৪৬.৮৭ পয়েন্টে।


সোমবার সিএসইতে ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৬৫৪টি শেয়ার ১৮ হাজার ৬৬০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭১ কোটি ১৩ লাখ ৫ হাজার ২০১.৬০ টাকা। আগের কার্যদিবসে সিএসইতে ২ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৫১টি শেয়ার ২০ হাজার ৪৩২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৭ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার ৫৩৩ টাকা।


সোমবার সিএসইতে মোট লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ১০১টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আগের কার্যদিবসে সিএসইতে মোট লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।


সোমবার সিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৪৩ হাজার ৩২২ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৯১১.৩০ টাকা। আগের কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৪৩ হাজার ৭০৭ কোটি ৮৫ লাখ ৬১ হাজার ৮৩৭.৯০ টাকা।
শেয়ারনিউজ/ডেস্ক