Print
প্রচ্ছদ » জাতীয়

ঢাকা, ১০ জানুয়ারি ২০১৮:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানান। খবর ইউএনবির

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার এ ভাষণ একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওগুলোতে প্রচার করা হবে।

বুধবার নিজ মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আরও জানান,সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বড় বিজয়ের পর ওই বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।