Print
প্রচ্ছদ » জাতীয়
ঢাকা, ১৯ ডিসেম্বর ২০১৭:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বুধবার বেলা ১১টায় প্রতিনিধি দলটির বৈঠকে বসার কথা রয়েছে।

এর আগে জাতীয় পার্টির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রনিতিধি দল সিইসির সঙ্গে সাক্ষাতের জন্য বুধবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে সময় চাওয়া হয়।

বৈঠকে দলটির পক্ষ থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কিছু সুপারিশ সিইসির কাছে তুলে ধরা হবে দলীয় সূত্রে জানা গেছে।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলে দলটি প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মেজর (অব.) মো. খালেদ আখতার, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী শেখ ও মো. আশেকুল আমীনের উপস্থিত থাকার কথা রয়েছে।
শেয়ারনিউজ/