Print
প্রচ্ছদ » জাতীয়
ঢাকা, ১৮ ডিসেম্বর ২০১৭:

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ বলেছেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে।’

আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন ও নবগঠিত আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচন পরিস্থিতি নিয়ে সোমবার রাতে ফরিদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় ছিলেন জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় নির্বাচন পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক আনম আব্দুস সবুর, অতি. জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন ও নবগঠিত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।