Print
প্রচ্ছদ » জাতীয়

ভারী বৃষ্টিতে বেহাল বন্দরনগরী

ঢাকা, ২১ এপ্রিল ২০১৭ :

মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর অধিকাংশ এবং গুরুত্বপূর্ণ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর নিচু অঞ্চল বিশেষ করে ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া, জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর পাশের সড়ক, আগ্রাবাদ এক্সেস রোড, শান্তিবাগ আবাসিক এলাকা, কমার্স কলেজ রোড, হোটেল আগ্রাবাদের সামনেসহ বিস্তীর্ণ এলাকা হাঁটু পানিতে ডুবে গেছে। এসব এলাকার রাস্তায় পানি জমে থাকার কারণে যান চলাচল করতে পারছে না।

প্রসঙ্গত, চট্টগ্রামে শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হলে যানজট ও জলজটে থমকে যায় পুরো নগরী। হাঁটু পানিতে ডুবে যায় গাড়িঘোড়া, দোকানপাট। পথচারীদেরকে এসময় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

মুরাদপুরে থাকা সাকিব জানান, ওই এলাকা হাঁটু সমান পানিতে ডুবে গেছে। তার প্রভাব গিয়ে পড়েছে নগরের অন্যান্য এলাকায়।

সকাল থেকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, কালবৈশাখী ঝড়ের কারণেই বৃষ্টিপাত হচ্ছে। সাগরে কোনো সংকেত নেই।

শেয়ারনিউজ/সিটিজি নিউজ